সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২৬ জুলাই ২০২০ - ১১:৪৬:২৯ পূর্বাহ্ন
অবশেষে ‘করোনা নেগেটিভ’ ব্রাজিলের প্রেসিডেন্ট
গত দুই সপ্তাহে তিনবার করোনা টেস্ট করিয়েছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো, প্রতিবারই ফলাফল ছিল ‘পজিটিভ’।
অবশেষে চতুর্থবারের পরীক্ষায় করোনা নেগেটিভ ফল এসেছে তার। শনিবার ( ২৫ জুলাই) ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট নিজেই এ তথ্য জানিয়েছেন।
গত ৭ জুলাই জাইর বলসোনারো করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। তারপর চারবার তিনি করোনা পরীক্ষা করান। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
এর আগে তিনবারই রিপোর্ট পজিটিভ এলেও, গতকাল এক ফেসবুক পোস্টে রিপোর্ট নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন জাইর বলসোনারো। একইসঙ্গে ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনের একটি বাক্স হাতে ছবি দেন তিনি।
মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে রয়েছেন করোনাভাইরাসকে শুরু থেকেই ‘সামান্য ফ্লু’ বলে হেলাফেলা করা বোলসোনারো। তার প্রশাসন করোনা প্রতিরোধে যথেষ্ট কড়াকড়ি আরোপ করেনি।
অনেকের দাবি, সরকারের অবহেলার কারণেই আজ বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ করোনায় আক্রান্ত দেশ হয়ে উঠেছে ব্রাজিল। দেশটিতে প্রতিনিয়ত হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।