সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ০৮ জুলাই ২০২০ - ১১:৪৩:৫০ পূর্বাহ্ন
আরো ৮ জনের মৃত্যু ঢামেকের করোনা ইউনিটে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে।গতকাল ২৪ ঘণ্টায় আরো অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিল ৩ জন। বাকি ৫ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
মঙ্গলবার (০৭ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ব্যক্তিরা হলেন- ঢাকার আশুলিয়ার মো. ফজলুল হক (৬০) ঢাকার মিরপুরের এমদাদ হোসেন (৬৫) ও নোয়াখালীর আবু বক্কর সিদ্দিক (৬৮)) এই তিনজন করোনা পজিটিভ নিয়ে মারা গেছেন।