সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ - ১১:১৯:২৬ পূর্বাহ্ন
ইয়েমেনে বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৯
উত্তর-পশ্চিম ইয়েমেনে বিমান হামলায় নারী ও শিশুসহ ৭ জনের প্রাণহানি হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৪ জুলাই) ইউনাইটেড নেশনের একটি সংস্থা নির্মম এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইউনাইটেড নেশনের একটি সংস্থা জানিয়েছে, রিয়াদের পক্ষ থেকে বলা হয়েছে, সৌদি আরবে হামলা চালিয়েছে হুইতি বিদ্রোহীরা। ইয়েমেন তাদের বাধা দিয়েছে।
জাতিসংঘের ওসিএইচএ জানিয়েছে, এই বিমান হামলার জেরে নিহত ছাড়াও আরও দু’জন নারী ও দুই শিশু আহত হয়েছে। ওসিএইচএ জানিয়েছে, প্রাথমিক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে, ১২ জুলাই একটি বিমান হামলায় হাজাহ প্রশাসনের ওয়াশাহ জেলায় সাত শিশু এবং দুই নারী মারা যায়।
ইয়েমিনের এজেন্সির কো-অর্ডিনেটর বলছেন, যখন করোনা মহামারির মাঝামাঝি সময়ে সারা বিশ্ব যুদ্ধবিরতির পরিকল্পনা করছে, তখন ইয়েমেনে নাগরিক নিহত হওয়া অব্যাহত রয়েছে।
উল্লেখ্য ২০১৪ সালে ইয়েমেন সরকারের পতনের মাধ্যমে আলোচনায় উঠে আসে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী। এর পরের বছরই দেশটিতে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। অধিকাংশ নগরকে নিয়ন্ত্রণ করছে এই হুতি। এ পর্যন্ত এক লাখ মানুষ মারা গেছে দুই গোষ্ঠীর যুদ্ধে।