প্রকাশিত: ৩০ জুন ২০১৮ - ০১:২৭:২২ অপরাহ্ন
এটিএম বুথ থেকে বিনামূল্যে পানি!
ওয়াসার এটিএম বুথ থেকে বিনামূল্যে পানি পাচ্ছে জনগণ। বনশ্রীতে ওয়াসার ১ নম্বর পানির পাম্পে এটিএম বুথ বসানো হয়েছে মাসখানেক আগে। আপাতত বুথ থেকে পানি মিলছে বিনা মূল্যে তবে কার্ডের মাধ্যমে আগামী জুলাই থেকে এই বুথ থেকে পানি সংগ্রহ করা যাবে।
বনশ্রীতে অবস্থিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পেছনে বি ও সি ব্লকের মাঝামাঝি জায়গায় বুথটির অবস্থান। বুথে এটিএম দুটি। এখান থেকে প্রতি লিটার বিশুদ্ধ পানি ৪০ পয়সায় বিক্রি করা হবে। বুথ থেকে পানি নিতে হলে ২০০ টাকা ফেরতযোগ্য জামানত দিয়ে একটি কার্ড সংগ্রহ করতে হবে। এটিএমে কার্ড ঢোকানোর পর নির্ধারিত বোতাম চাপলে পানি পড়তে শুরু করবে। কার্ড সরিয়ে ফেললে পানি আসাও বন্ধ হয়ে যাবে।
কার্ড নিতে গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি ও দুই কপি ছবি লাগবে। এরপর প্রথমবার ১০০ টাকা রিচার্জ করতে হবে। এই টাকা শেষ হলে কার্ডে টাকা রিচার্জ করতে হবে।
ওয়াসা সূত্র জানায়, এই এটিএমে কার্ড-ব্যবস্থা চালু করতে আরও কিছুদিন সময় লাগবে। সে পর্যন্ত বিনা মূল্যে পানি দেওয়া হবে।
আরও পরুনঃ
ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকতে দেয়নি: প্রধানমন্ত্রী