সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১২ জুলাই ২০২০ - ১২:৫২:০৩ অপরাহ্ন
এশিয়ার বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন নরেন্দ্র মোদি
ভারতের মধ্যপ্রদেশে এশিয়ার বৃহত্তম ৭৫০ মেগাওয়াটের রেওয়া সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে করোনা আবহে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার (১০ জুলাই) সোলার প্ল্যান্টের উদ্বোধন করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
উদ্বোধনের পর মোদি বলেন, ‘শুধু আজ নয়, একবিংশ শতাব্দীতে অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে সৌরশক্তি। সৌরশক্তি সুনিশ্চিত, শুদ্ধ ও সুরক্ষিত। আজ ইতিহাস তৈরি করল রেওয়া। নর্মদা মা ও সাদা বাঘের জন্য পরিচিত ছিল রেওয়া। এবার তার সঙ্গে যুক্ত হলো এশিয়ার সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র।’
এই সোলার প্ল্যান্ট ৭৫০ মেগাওয়াট আল্ট্রা মেগা সোলার ক্ষমতা সম্পন্ন। এর আগে ভারতের সবচেয়ে বড় সোলার পার্কটি ছিল কর্ণাটকে। এই প্রকল্পটি বাস্তবে রূপান্তরিত করতে খরচ হয়েছে ৪৫০০ কোটি টাকা।
রেওয়া প্রকল্প থেকে উৎপন্ন সৌরবিদ্যুৎ প্রতি বছর প্রায় ১৫ লাখ টন কার্বনের হ্রাস ঘটাবে। পাশাপাশি এটিই হলো ‘ক্লিন ইন্ডিয়া টেকনোলজি ফান্ড ইন্ডিয়া’র তৈরি প্রথম সৌর প্রকল্প।
এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছে ‘পাওয়ার ম্যানেজমেন্ট কোম্পানি’, মধ্যপ্রদেশ এবং দিল্লির মেট্রোরেল করপোরেশন।