সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ - ১২:২৩:১৯ অপরাহ্ন
করোনার চিকিৎসা নিতে সস্ত্রীক ঢাকায় পবিপ্রবি উপাচার্য
করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হচ্ছে।
মঙ্গলবার বেলা ১১টা ১০ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হয়েছে। তাদের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। আর মোট মারা গেছেন দুই হাজার ৩৯১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৮ হাজার ৩১৭ জন।