সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১৮ জুলাই ২০২০ - ০৯:৪৬:৩৭ পূর্বাহ্ন
করোনায় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যানের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সমবায় ব্যাংকের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান চৌধুরী মো. আফজাল হোসেন নিছার মারা গেছেন (ইন্না লিল্লাহি….রাজিউন)। তিনি করোনা আক্রান্ত ছিলেন।
শুক্রবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
তাঁর গ্রামের বাড়ি সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামে। তিনি শহরের বনিকপাড়ার বাসায় পরিবার পরিজন নিয়ে বসবাস করতেন।
চৌধুরী মো. আফজাল হোসেন নিসারের মৃত্যুর বিষয়টি তার ছেলে তানভীর চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২ জুলাই প্রথমবার তার বাবার করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। পরে ৭ জুলাই দ্বিতীয়বারের পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ঢাকার স্কয়ার হাসপাতালে তার চিকিৎসা চলছিল। সেখানেই শুক্রবার রাতে তার বাবা মারা গেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার গণমাধ্যমকে বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন চৌধুরী নিছার মারা গেছেন। তিনি দলের একজন নিবেদিত নেতা ছিলেন। আমরা তাঁর শূন্যতা কখনোই পূরণ করতে পারব না।’