সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১৪ জুলাই ২০২০ - ১১:৫১:২৯ পূর্বাহ্ন
করোনা পরিস্থিতির আরও অবনতি হতে পারে: ডব্লিউএইচও
চীন থেকে ছড়িয়ে যাওয়ার পর করোনা ভাইরাস দিনকে দিন ভয়ঙ্কর হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, বিভিন্ন দেশ যদি মৌলিক স্বাস্থ্যসেবায় সাবধানতা অবলম্বন না করে তাহলে করোনাভাইরাস মহামারি আরও অনেক বেশি অবনতি হতে পারে।
সোমবার (১৩ জুলাই) বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দফতরে আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস বলেন, করোনা বর্তমানে গণমানুষের এক নম্বর শত্রু। তারপরও এটা আমলে নিয়ে অনেক দেশ সঠিক পথে হাঁটছে না।
সাম্প্রতিক সংক্রমণের ৮০ ভাগই হচ্ছে মাত্র দশটি দেশে। এরমধ্যে ৫০ শতাংশ দুটি দেশের। সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলে। শিগগিরই স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নেই বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়েসাস বলেন,তারপরও বেশিরভাগ দেশ ভুল পথে হাঁটছে। যদি মৌলিক বিষয়গুলো অনুসরণ করা না হয় তাহলে এই মহামারি একদিকেই এগুতে পারবে। আর তা হলো পরিস্থিতির অবনতি হবে, অবনতি ও অবনতি। কিন্তু এমনটি হওয়া উচিত না।