সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২৬ জুলাই ২০২০ - ১১:১০:৪৮ পূর্বাহ্ন
কিমের দেশে ‘করোনার হানা’, জরুরি অবস্থা জারি
করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির দক্ষিণ কোরিয়া সীমান্তবর্তী কেসং শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।
রোববার (২৬ জুলাই) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম।
দেশটির গণমাধ্যমগুলো বলছে, উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো একজন করোনাভাইরাসের আক্রান্ত হয়েছেন। আর এতেই দেশটির সীমান্তবর্তী শহর কেইসংয়ে কড়া লকডাউন ও সর্বোচ্চ জরুরি-সতর্ক অবস্থার ঘোষণা দিয়েছেন দেশটির নেতা কিম জং উন।
এটা যদিও অফিসিয়ালি প্রথম কোন সনাক্তের ঘটনা ঘটে। তবে এজন্য নেয়া স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা তেমন চোখে পড়ার মতো না।
প্রতিবেদনে বলা হয়েছে, কায়সং শহরে দক্ষিণ কোরিয়ার সীমান্তের কাছে। সন্দেহভাজন যে করোনা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে তিনি দক্ষিণ কোরিয়া থেকে অবৈধভাবে গত সপ্তাহে উত্তর কোরিয়ায় আসে। ওই ব্যক্তি কয়েক বছর আগে উত্তর কোরিয়া থেকে দেশটিতে পালিয়ে যায়।
খবরে আরও বলা হয়েছে, ওই ব্যক্তির সন্দেহভাজন করোনা উপসর্গ পাওয়ায় ‘সর্বোচ্চ জরুরি অবস্থা’ জারি করা হয়েছে।
এরইমধ্যে শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উত্তর কোরিয়াকে প্রায় ১০ মিলিয়ন ডলারের চিকিৎসার সামগ্রী দিয়ে সহায়তা করেছে ভারত।