Ashraful Alam
 প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮ - ০৫:৫৩:৩৯ অপরাহ্ন
ক্যালিফোর্নিয়ার পুলিশসহ ১২ জন নিহত
ক্যালিফোর্নিয়ার এক বারে পুলিশসহ ১২ জন নিহত হয়েছে।
বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে নিহতের সংখ্যা দ্রুত বাড়ছে। আহত অনেক মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পুলিশ আজ বৃহস্পতিবার এ তথ্য জানায়। খবর সিএনএনের।
এ হামলা সন্ত্রাসী হামলা কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলেও জানিয়েছেন জিওফ ডিন। আহতের সংখ্যা কয়েকডজন হতে পারে বলে ধারণা তার।

পুলিশ জানায়, স্থানীয় একটি বারের মধ্যে এক বন্দুকধারী আকস্মিক গুলি ছুঁড়তে থাকে। স্থানীয় সময় সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
ক্যালিফোর্নিয়ার একটি বারে বন্দুকধারীর অনবরত গুলিবর্ষণে কমপক্ষে ১২জন নিহত হয়েছে। ।
স্থানীয় ভেনচুরা কাউন্টি কার্যালয়ের শেরিফ(পুলিশ) কর্মকর্তা জিওফ ডিন জানান, হামলা চলার সময় বারটিতে শতাধিক মানুষ অবস্থান করছিলেন। হামলাকারীকে এখনও চিহ্নিত করা যায়নি। বারের ভেতরে অভিযান চালাচ্ছে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা।