সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২৯ জুলাই ২০২০ - ১২:১১:৫৫ অপরাহ্ন
গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন অনলাইন কোর্সের উদ্বোধন
গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্ট-এর ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্সের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আকরাম-আল-হোসেন, প্রখ্যাত শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, আইসিটি বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের বাস্তবানাধীন এবং ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান।
অনলাইন কোর্সে প্রথম ও দ্বিতীয় শ্রেণির গণিত পাঠ্যপুস্তক, কনটেন্ট ডেলিভারি বই (আনন্দে গণিত শিখি) এবং প্রশিক্ষণ ম্যানুয়ালের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি স্ক্রিপ্ট প্রস্তুত করা হয়। ওই স্ক্রিপ্টের ওপর ভিত্তি করে ‘গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন: প্রথম পাঠ’ শীর্ষক অনলাইন কোর্স তৈরি করা হয়েছে। ধারাবাহিকভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির উপযোগী অনলাইন কোর্স চালু করা হবে।
বর্তমানে বৈশ্বিক কেভিড ১৯ (করোনা ভাইরাস) প্রাদুর্ভাবের জন্য উদ্ভুত পরিস্থিতিতে মাঠ পর্যায়ে ফেস-টু-ফেস প্রশিক্ষণ দেওয়া সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য গণিত অলিম্পিয়াড সাব-কম্পোনেন্টের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনে অনলাইন কোর্স চালু করার উদ্যোগ গ্রহণ করে।