Ashraful Alam
 প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮ - ০৮:১৩:২৪ অপরাহ্ন
চট্টগ্রামে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট
চট্টগ্রামে জনসভা করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। কাল শনিবার (২৭ অক্টোবর) ঐক্যফ্রন্ট চট্টগ্রামের কাজীর দেউড়িতে অবস্থিত বিএনপির মহানগর কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. মাহাবুবুর রহমান সংবাদ মাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, শর্তসাপেক্ষে জাতীয় ঐক্যফ্রন্টকে বিএনপির কার্যালয় নাসিমন ভবন সংলগ্ন সড়কের এক পাশ পর্যন্ত ব্যবহার করে জনসভা করার অনুমতি দেওয়া হয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্ট চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করে। আজ শুক্রবার মহানগর পুলিশ ঐক্যফ্রন্টকে লালদীঘি ময়দান ব্যবহারের অনুমতি না দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে অনুমতি দেয়।
ঐক্যফ্রন্টকে সমাবেশ বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে।
এর আগে সিলেটে গত বুধবার ঐক্যফ্রন্ট সমাবেশ করে। বিএনপি, গণফোরাম, নাগরিক ঐক্য ও জাসদ-(জেএসডি) নিয়ে জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়।