সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ০৮ জুলাই ২০২০ - ১১:৩২:৩৩ পূর্বাহ্ন
চীনে বাস দুর্ঘটনা, নিহত ২১
চীনের দক্ষিণাঞ্চলীয় গুইঝৌ প্রদেশের অ্যানশুন শহরে একটি বাস খালে পড়ে শিক্ষার্থীসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার দেশব্যাপী কলেজের চূড়ান্ত পরীক্ষার দিনে এ ঘটনা ঘটে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার একপাশ থেকে অপরপাশে গিয়ে হংশান জলাধারে পড়ে যায়।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, দুপুরের দিকে আনশান শহরে এই বাস দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ওই বাসটিতে ‘গাওকাও’ নামে পরিচিত কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরাও ছিল।
স্থানীয় জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছে।
গুইঝৌর দমকল বিভাগ তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে, ঘটনাস্থলে ১৭ জন ডুবুরিসহ প্রায় ১০০ জন দমকল কর্মীকে পাঠানো হয়।
ঘটনাস্থলের প্রকাশিত বেশ কয়েকটি ছবিতে দেখা গেছে, তল্লাশি ও উদ্ধার টিম লেকের পাশে দাঁড়িয়ে আছে। আর দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর বাসটিকে পানি থেকে বের করে আনা হচ্ছে।