সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ৩১ জুলাই ২০২০ - ১১:৪৭:০৫ পূর্বাহ্ন
জুভেন্টাসের কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো
জুভেন্টাস অনূর্ধ্ব ২৩ দলের কোচ নির্বাচিত হয়েছেন আন্দ্রেয়া পিরলো। এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও ইতালিয়ান মিডিয়া জানিয়েছে সেটি সময়ের ব্যাপার।
৪১ বছর বয়সী সাবেক ইতালিয়ানকে বিবেচনা করা হয় তার প্রজন্মের সেরা মিডফিল্ডার হিসেবে।
২০১৭ সালে বুটজোড়াকে অবসরে পাঠান তিনি। ইতালির জার্সিতে ১১৬ ম্যাচ খেলেছেন পিরলো। ২০০৬ সালে জিতেছেন বিশ্বকাপ। এছাড়া ক্যারিয়ারের অধিকাংশ সময় এসি মিলানে কাটিয়ে ২০১১ সালে তিনি যোগ দেন জুভেন্টাসে।
২০১৭ সালে খেলা ছাড়ার পর থেকে কোচিংয়ে জড়াননি পিরলো। ডাগআউতে তার নতুন ক্যারিয়ার শুরু হচ্ছে এই দায়িত্ব দিয়েই। আপাতত তার মিশন জুভেন্টাস অনূর্ধ্ব ২৩ দলকে সিরি সি থেকে সিরি বি তে ওঠানো। জুভেন্টাস সভাপতি আন্দ্রেয়া আগনেল্লি আশা করছেন, গার্দিওলা ও জিদানের উত্তরসূরি হতে পারবেন পিরলো।
২০০৬ সালে ইতালিকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন পিরলো। ফাইনালে তার কর্ণার কিক থেকে গোল করেছিলেন মাতেরেজ্জি। ফ্রান্সের সঙ্গে তাদের লড়াই ১-১ এ ড্র হয়েছিল। পরবর্তীতে পেনাল্টিতে ৫-৩ গোলে ম্যাচ জিতে বিশ্বকাপ জেতে ইতালি। ম্যান অব দ্য ম্যাচ হন পিরলো। প্লেয়িং লাইফ শেষ করার পর প্রথমবার কোচিংয়ে প্রবেশ করতে যাচ্ছেন এ কিংবদন্তি।