Ashraful Alam
 প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৮ - ১২:৫৯:০০ অপরাহ্ন
ট্রাম্প-সমর্থক সায়োক সন্দেহজনক সেই বোমা প্যাকেটের প্রেরক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচকদের উদ্দেশে বোমা প্রেরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফ্লোরিডা থেকে গ্রেপ্তার করা ওই ব্যক্তির নাম সিজার সায়োক। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
এএফপির খবরে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার ফ্লোরিডার আভেনচুরা থেকে সায়োককে (৫৬) আটক করা হয়। মার্কিন কেন্দ্রীয় অপরাধ তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার ওরে বলেন, সায়োক নিবন্ধিত রিপাবলিকান। অতীতে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাঁকে ৪৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ আসতে পারে।
পুলিশ জানায়, সিজারের বিরুদ্ধে ডাকযোগে বিস্ফোরক পাঠানো ও সাবেক প্রেসিডেন্টদের হুমকি দেয়াসহ পাঁচটি অভিযোগ আনা হচ্ছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই-র পরিচালক ক্রিস্টোফার রে জানান, একটি প্যাকেজে সিজারের আঙুলের ছাপ পাওয়া যাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।