Ashraful Alam
 প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮ - ০৭:৫৩:২০ অপরাহ্ন
নৌকার মনোনয়ন পেলেন প্রধান নির্বাচন কমিশনারের ভাগিনা
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন পটুয়াখালী-৩ আসন থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগিনা এস এম শাহজাদা সাজু।
শাহজাদা সাজুকে আওয়ামী লীগ থেকে মনোনয়নের খবর তার নির্বাচনীয় এলাকায় ছড়িয়ে পড়ার পর তার সমর্থকরা গলাচিপা এলাকায় আনন্দ মিছিল করে।
এই আসনে আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসেন। তিনি গণমাধ্যমকে বলেন, আমাকে মনোনয়ন না দেবার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। তাকে দেবার কারণ একটি খুঁজে পাই, সেটি হলো তিনি সিইসির ভাগিনা, আমি কারও ভাগিনা না। এছাড়া আর কোনো কারণ খুঁজে পাচ্ছি না।