Ashraful Alam
 প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৮ - ০৫:৩৮:০৬ অপরাহ্ন
পাহাড়ধসে উগান্ডায় ৩১ জনের মৃত্যু
উগান্ডার পূর্বাঞ্চলের মাউন্ট এলগন পাহাড়ে ধস নেমে পাদদেশের একটি ছোট্ট শহর সম্পূর্ণ চাপা পড়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে ওই ধস নামে বলে জানান দেশটির দুর্যোগ প্রস্তুতি এবং ব্যবস্থাপনা কমিশনার মার্টিন ওয়ার।
তিনি বলেন, “বেশিরভাগ মানুষ একটি বাণিজ্য সেন্টারে আটকা পড়েছিলেন। পাহাড় থেকে বিশালাকৃতির অসংখ্য বোল্ডার গড়িয়ে নিচের একটি নদীতে পড়ে এবং নদীর পানি দুকূল উপচে সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।”
সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে বলে জানান তিনি।
এর আগে ২০১০ সালে মাউন্ট এলগনে বড়ধরনের পাহাড়ধসে অন্তত ৮০ জন প্রাণ হারান।
আরও পড়ুন ঃ
তিন কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্য চুরি