সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২৩ জুলাই ২০২০ - ১২:১০:২৩ অপরাহ্ন
বংশালে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুর মৃত্যু, দগ্ধ ৩
পুরান ঢাকার বংশালের এক বাড়িতে গ্যাসলাইনের বিস্ফোরণে দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে; আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের তিন সদস্য।
আজ বৃহস্পতিবার(২৩ জুলাই) সকাল সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে মইনুল (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছেন তার বাবা-মা ও বড় বোন। দগ্ধরা হলেন- মৃত মইনুলের বাবা জাবেদ হোসেন (৩০), মা শিউলি আক্তার (২৫) ও বড় বোন জান্নাতুল ইসলাম (৪)। তাদের উদ্ধারের পর শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির বলেন, ‘ওই বাসার গ্যাস-লাইনের সমস্যা ছিল। কয়েকদিন আগেও একবার ঠিক করা হয়েছিল। আজ সকালে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে একটি বাসার আংশিক দেয়াল ধসে পড়ে। গ্যাসের চাপে অথবা চুলা জ্বালাতে গিয়ে জমে থাকা গ্যাসে এটা হতে পারে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’
শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।