সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ০৯ জুলাই ২০২০ - ০৬:৪৩:৫৪ অপরাহ্ন
বিয়ের পিঁড়িতে বসলেন রাহী
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সিলেটের আবু জায়েদ চৌধুরী রাহী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন। করোনা ভাইরাস সংকটের মধ্যেই বিয়ের পিড়িতে বসলেন তিনি।
করোনার কারণে বাংলাদেশে ক্রিকেট বন্ধ। অনাকাঙ্ক্ষিত ও দীর্ঘ এই বিরতিতে ক্রিকেটারদের সময় কাটছে নিজ নিজ ঘরে। এই সুযোগে রাহী গুরুত্বপূর্ণ কাজটিও সেরে নিলেন।
৮ জুলাই বুধবার করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল কে নিয়ে একবারেই ঘরোয়া পরিসরে তাদের বিয়ে সম্পন্ন হয় বলে জানান রাহীর বড় ভাই আবু খালেদ চৌধুরী সাদি।
কনে রাহীর পূর্বপরিচিত বলে জানা গেছে। এক বছর আগেই তাদের আকদ সম্পন্ন হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।