ফারজানা কলি
 প্রকাশিত: ৩০ জুন ২০১৮ - ০৮:০৯:১৩ অপরাহ্ন
বিয়ে নিয়ে মুখ খুললেন দীপিকা
তারকা জগৎের কোন খবরই গোপন থাকেনা। প্রিয়াংকা চোপড়া-নিক জোনাস, আলিয়া ভাট-রণবীর কাপুরের প্রেমের খবরে পুরো বলিউড যেন কয়েক দিন ধরে সরগরম হয়ে আছে। দীপিকা পাড়ুকোন-রণবীর সিং জুটিওবা কেন নিজেদের বাদ রাখবেন এ আলোচনা থেকে। এবার দীপিকা মুখ খুলেছেন রণবীর সিংয়ের সঙ্গে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গত বছরের শেষ দিকে গুজব ওঠে, এ যুগল চলতি বছরের কোনো এক সময় বিয়ের পিঁড়িতে বসবেন। মূলত এতেই চটে যান দীপিকা। নিজের বিয়ে নিয়ে তার ভাষ্য, ‘বিষয়টিকে যতদূর আলাদা করে রাখা যায়, সে চেষ্টাই আমি সর্বোচ্চভাবে করছি। কিন্তু আমি কোনো গুজবের বিরুদ্ধে লড়াই করতে চাই না।’ দীপিকা জানান, তার মা-বাবা তার কাছে এ বিষয়ে আদর্শ অনুকরণীয় ব্যক্তিত্ব। যে পথ ধরে তারা এখনো একসঙ্গে জীবন চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে দীপিকা বলতে চাইলেন, পারিবারিক এ ব্যাপারটি নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই। স্বাভাবিকভাবেই বিয়ের ব্যাপারটি ঘটবে এবং যথাসময়ে তা সবাইকে জানিয়ে দেয়া হবে।
এদিকে দীপিকা পাড়ুকোনকে সর্বশেষ সঞ্জয় লীলা বানসালির ‘পদ্মাবত’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে শহীদ কাপুর ও রণবীর সিংয়ের সঙ্গে। এছাড়া ইরফান খানের সঙ্গে ‘স্বপ্না দিদি’তে কাজ করার কথা থাকলেও ইরফানের অসুস্থতার কারণে তা এখন স্থগিত রাখা হয়েছে। বর্তমানে দীপিকা আরেকটি নতুন প্রজেক্টের কাজ শুরু করেছেন।
উল্লেখ্য, রাম লীলা ছবিতে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীপিকা-রণবীর সিংয়ের।