সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ৩০ জুলাই ২০১৮ - ১১:০৬:৩৯ পূর্বাহ্ন
ভোট দিতে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ভোট শুরু হয়েছে সোমবার (৩০ জুলাই) সকাল ৮টা থেকে। নির্বাচনে ভোট দিতে সিলেট যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তার সঙ্গে পরিবারের সদস্যরা থাকবেন।
আজ সোমবার সকাল ১০ টায় হেলিকপ্টারযোগে সিলেট এসে পৌঁছানোর কথা রয়েছে অর্থমন্ত্রীর। সিলেট পৌঁছার পর বেলা ১১টায় নগরের বন্দরবাজারের দুর্গাকুমার পাঠশালা ভোটকেন্দ্রে ভোট দেবেন তিনি।
অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা কিশোর ভট্টাচার্য জনি গণমাধ্যমকে জানিয়েছেন,ভোট প্রদান শেষ হলে দুপুর ১২টায় অর্থমন্ত্রী ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করবেন।