সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২১ জুলাই ২০২০ - ১২:০৮:৫১ অপরাহ্ন
মাঝসমুদ্রে ডাচ সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ২
ক্যারিবিয়ান সাগরে ভেঙে পড়ল একটি ডাচ সামরিক হেলিকপ্টার। আরুবা দ্বীপের কাছে সমুদ্রে এটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে।
সোমবার (২০ জুলাই) ডাচ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই দুর্ঘটনায় পাইলট সহ মোট ২ জনের মৃত্যু হয়েছে।
নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ওই হেলিকপ্টারে মোট চারজন ছিলেন। এর মধ্যে দু’জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন দেশটির দেশটির আর্মড ফোর্সের প্রধান রব বাউয়ের। তিনি জানিয়েছেন, হেলিকপ্টারটি কী কারণে ভেঙে পড়েছে, তা এখনও জানা যায়নি। ওই কপ্টারটি উপকূল এলাকায় নজরদারি চালাচ্ছিল। দ্বীপের উপকূলে প্রায় ১২.৫ কিমি দূরে এটি ভেঙে পড়ে।
উল্লেখ্য, দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছেন- ৩৪ বছর বয়সী পাইলট ক্রিস্টিন মার্টেনস এবং ৩৩ বছরের ট্যাকটিকাল কো-অর্ডিনেটর এরউইন ওয়ার্নিস। হেলিকপ্টারের বাকি দুই সদস্যের আঘাত গুরুতর নয় বলে জানানো হয়েছে।