সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২১ জুলাই ২০২০ - ১২:৪৫:৪৯ অপরাহ্ন
মালয়েশিয়ায় বিমানের বিশেষ ফ্লাইট যাবে বুধবার
করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির মধ্যে মালয়েশিয়া ও বাংলাদেশি নাগরিকদের জন্য বুধবার (২২ জুলাই) ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ মঙ্গলবার (২১ জুলাই) বিমানের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিমান সূত্র জানিয়েছে, বুধবার সকালে যাত্রী নিয়ে বিমানের বিজি ৪১৮২ বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবে। সেখানে পৌঁছে যাত্রী নিয়ে পুনরায় ফ্লাইটি ঢাকায় ফিরবে।
ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত পিসিআর ল্যাব থেকে কোভিড-১৯ পরীক্ষা করিয়ে যাত্রীদের ভ্রমণ করতে হবে। যাদের কোভিড-১৯ নেগেটিভ আসবে তারাই শুধু ভ্রমণ করতে পারবেন। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
কোভিড-১৯ এর কারণে গত ২৪ মার্চ থেকে মালয়েশিয়ার সঙ্গে প্লেন চলাচল বন্ধ রয়েছে। ফলে নাগরিকদের ফেরাতে উভয় দেশই মাঝে মধ্যে বিশেষ ফ্লাইট পরিচালনা করে।