সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ২৩ জুলাই ২০২০ - ০১:১২:৪৪ অপরাহ্ন
মিশরের হোটেলে বাংলাদেশি-আমেরিকান নারীর রহস্যজনক মৃত্যু
মিশরে একটি হোটেলে বাংলাদেশি-আমেরিকান নারী ফাতেমা খান খুকির (৪৪) রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় পুলিশ কায়রোর ওই হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির বিউটি এক্সপার্ট খুকি পাঁচদিন আগে কায়রোতে ঘুরতে গিয়েছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ফাতেমাকে হত্যা করা হয়েছে।
কায়রোর আমেরিকান দূতাবাস বাংলাদেশে ফাতেমার বোনকে টেলিফোনে এই মৃত্যুর খবর জানিয়েছে। তবে কীভাবে নিজ হোটেল কক্ষে ফাতেমার মৃত্যু হলো, এ ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
ফাতেমা খানের বান্ধবী নিউইয়র্কের বাংলা টিভির উপস্থাপিকা শারমিনা সিরাজ এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, তিনি প্লাস্টিক সার্জারির কাজে মিসর গিয়েছেন। পরিবার প্রথমে ফাতেমার মরদেহ মিসর থেকে বাংলাদেশে নেওয়ার কথা বলছিল। কিন্তু তিনি যেহেতু আমেরিকার নাগরিক, তাই তদন্তের স্বার্থে মরদেহ সেখানেই যাবে।’
ফাতেমার এক নিকটাত্মীয় জানান, কায়রোর পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। লাশের ময়নাতদন্তের পর ঘটনার বিস্তারিত জানাবে।
জানা গেছে, ফাতেমা খান বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করতেন। তিনি কিছুদিন মেসি’জ-এ কাজ করেছেন। তিনি নিউজার্সিতে একাই বসবাস করতেন। ফেনীর মেয়ে ফাতেমা খান বিবাহ–বিচ্ছেদের পর হাডসন নদীর পারের জার্সি সিটি এলাকার একটি অ্যাপার্টমেন্ট আরও তিন নারীর সঙ্গে শেয়ার করে থাকতেন।