সাদিয়া আফরিন অন্তরা
 প্রকাশিত: ১২ জুলাই ২০২০ - ১২:০২:০৫ অপরাহ্ন
সস্ত্রীক করোনা আক্রান্ত সংসদ সচিব নরেন
লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস সস্ত্রীক কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।
রোববার (১২ জুলাই) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম জানান, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তিনি স্ত্রীসহ ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এরপর ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে।
সচিব নরেন দাস বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে এবং তার স্ত্রী কেবিনে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৩ নভেম্বর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পান নরেন দাস।